ঘোষণার ৫ বছর পর গতকাল (১০ জানুয়ারি) শুক্রবার মুক্তি পেল দক্ষিণ ভারতীয় সিনেমা ‘গেম চেঞ্জার’। রাম চরণ ও কিয়ারা আদভানি অভিনীত এ সিনেমা করোনা মহামারিসহ বেশ কিছু কারণে পিছিয়ে গিয়েছিল। ছবিটি মুক্তির সঙ্গে সঙ্গে আল্লু অর্জুনের পুষ্পা-২ ছবির টিকিট বিক্রিতে ভাটা পড়েছে।
২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ‘গেম চেঞ্জার’ নির্মাণের ঘোষণা আসে। সেবছর সেপ্টেম্বরে এর শুটিং শুরু হয়। ‘গেম চেঞ্জার’ নির্মাণ করেছেন পরিচালক এস শংকর। এটি মুক্তির প্রথম দিন সন্ধ্যা ৭টা পর্যন্ত কত আয় করেছে তা প্রকাশ করা হয়েছে।
ভারতের চলচ্চিত্র ইন্ডাস্ট্রি ট্র্যাকার স্যাকনিল্কের প্রাথমিক তথ্য অনুসারে ভারতজুড়ে ২৫ কোটি রুপির বেশি আয় করেছে ছবিটি, যা বাংলাদেশি মুদ্রায় ৩৫ কোটি টাকারও বেশি।
মুক্তির প্রথম দিনে ‘গেম চেঞ্জার’ ভারতজুড়ে তেলেগু ভাষায় প্রায় ৩৮৬৩টি শো, তামিল ভাষায় এটি প্রায় ৬৫০টি, হিন্দিতে ২৪৮৫টি শো হয়েছে। ভারতজুড়ে সিনেমাটির ৭৫০০টিরও বেশি শো হয়েছে।
স্যাকনিল্কের মতে, ‘গেম চেঞ্জার’ ভারতে বিভিন্ন ভাষায় অগ্রিম বুকিংয়ে ৪৩ দশমিক ৫৫ কোটি রুপি আয় করেছে। এটি অন্ধ্র প্রদেশে সবচেয়ে বেশি আয় করেছে। এ প্রদেশে আয়ের পরিমাণ, ১৩ দশমিক ০৭ কোটি রুপি এবং তেলেঙ্গানায় ৬ দশমিক ৪১ কোটি রুপি। দিল্লিতে সিনেমাটি তার অগ্রিম বুকিংয়ে ১ দশমিক ০৫ কোটি রুপি আয় করেছে।
‘গেম চেঞ্জার’ সিনেমায় রাম চরণকে দুটি চরিত্রে অভিনয় করতে দেখা যাবে। একটিতে তাকে মাথা গরম তরুণের চরিত্রে দেখা যাবে। তার এই চরিত্রটি দর্শককে মুগ্ধ করেছে। অন্যটি গ্রামের একজন রাজনীতিকের।
রাজনৈতিক গল্পনির্ভর ‘গেম চেঞ্জার’ সিনেমাটির বাজেট চিল ৪৫০ কোটি রুপি। রাম চরণ, কিয়ারা ছাড়াও এতে অভিনয় করছেন জয়রাম, অঞ্জলি, সুনীল, নবীন চন্দ্র, শ্রীকান্ত প্রমুখ।
Read_more
মন্তব্য / প্রেরক
মেয়েকে সঙ্গে নিয়ে বাংলাদেশে এসেছেন অভিনেত্রী মিথিলা। সাবেক প্রেমিকা ঋতাভারীর সঙ্গে তোলা ছবি পোস্ট করেছেন মিথিলার স্বামী পরিচালক সৃজিত মুখোপাধ্যায়।
মঙ্গলবার হঠাৎ এমন ছবি পোস্ট করলেন সৃজিত। যা দেখে চমকে গেলেন সবাই। নিজের পোস্টের ক্যাপশনে কাব্যিক স্টাইলে সৃজিত মুখোপাধ্যায় লেখেন, ‘জমাখরচ হিসেবনিকেশ, কোথায় শুরু, কোথায় বা শেষ, কেমন আছো? অনেক বছর পেরিয়ে এলাম, হঠাৎ তোমার দেখা পেলাম, কেমন আছো?’
অনেকেরই প্রশ্ন সাবেক স্ত্রী ঋতাভরীকে নিয় কেন এই পোস্ট করলেন সৃজিত! কোন জমাখরচ, হিসেবনিকেশের কথা বলতে চাইলেন তিনি। আবার অনেক বছর পার করে কেন হঠাৎ দেখা হওয়ার কথা বলেছেন।
সৃজিত ও ঋতাভরী একসময় চুটিয়ে প্রেম করেছেন। এই প্রেম নিয়ে তারা কোনো দিন প্রকাশ্যে মুখ খোলেননি। এমনকি সে অর্থে প্রেমের কথা স্বীকারও করেননি। তবে একসময় টলিপাড়ায় কানপাতলেই শোনা যেত তাদের প্রেমের কথা। সেটা ছিল ২০১৭ সাল। সেসময় পরিচালক ব্যস্ত ছিলেন কাকাবাবুর শ্যুটিং নিয়ে।
এমনকি ঋতাভরীর জন্মদিনের পার্টিতেও ছিল সৃজিতের সরব উপস্থিতি। একসঙ্গে কেক কাটা, কেক খাওয়ানো সবই হত। তখন টলিপাড়ার অনেকেই ধরে নিয়েছিলেন, এই সম্পর্কটা নিশ্চয় পরিণতি পেতে চলেছে। তবে একদিন হঠাৎই সেই সম্পর্ক ভেঙে যায়। এই সম্পর্কের বয়স ছিল ৩ বছর। প্রেমের কথা প্রকাশ্যে স্বীকার না করলেও এক সাক্ষাৎকারে ঋতাভরী বলেই ফেলেছিলেন, তিন বছর ভালোবাসার থেকে ঝগড়া বেশি করেছি। তবে ঠিক কী কারণে সেই সম্পর্ক ভেঙেছিল, সেকথা অবশ্য স্পষ্ট নয়।
এসব এখন অতীত। এরপরে নিজের জীবনে অনেকটা এগিয়ে সৃজিত বাংলাদেশের অভিনেত্রী-সমাজকর্মী রাফিয়াত রশিদ মিথিলাকে বিয়ে করেন। মিথিলা বহুদিন হলো মেয়েকে নিয়ে এখন বাংলাদেশে থাকেন। এদিকে ঋতাভরীও মুম্বাইয়ে কাজের সূত্রে নিজের প্রেমিক খুঁজে পেয়েছেন চিত্রনাট্যকার সুমিত অরোরার সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। তবে এসবের মাঝে হঠাৎ কেন ঋতাভরীকে নিয়ে এমন পোস্ট করলেন সৃজিত?
মন্তব্য / প্রেরক
বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। নিজের অভিনয় দক্ষতা দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। অভিনয়ের পাশপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমেও বেশ সবর থাকেন। এদিকে অভিনেত্রীর প্রেম জীবন নিয়ে নেটিজেনরা বেশ আলোচনা-সমালোচনা করছেন।
ভারতীয় গণমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়, কবীর বাহিয়ার সঙ্গে প্রেম করছেন অভিনেত্রী কৃতি। যদিও তারা কেউই তাদের ব্যক্তিগত জীবনের এই অধ্যায় নিয়ে এখনও মুখ খোলেননি। তবে তাদের খ্রিষ্ট্রিয় নববর্ষ বরণের ছবি প্রকাশ্যে আসতেই তাদেরকে নিয়ে নেটিজেনরা আলোচনা-সমালোচনা করছেন।
সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করা ছবিতে দেখা যায়, কবীরের দিকে হেঁলে দাঁড়িয়ে আছেন অভিনেত্রী। কৃতির মাথা রাখা কবীরের কাঁধে। যদিও ছবিটা ভীষণই ব্লার তবুও তাদের এই রসায়ন যে নেটপাড়ার নজর কেড়েছে সেটা বলার অপেক্ষা রাখে না।
এদিকে কৃতি এবং কবীর অভিনেতা বরুণ শর্মার সঙ্গে উস্তাদ রাহাত ফাতেহ আলি খান এবিজ মেহউইশ হায়াতের একটি কনসার্টে গেছেন। সেখানে আরও অনেক তারকারাই এসেছিলেন। এই ছবিতে দেখা যাচ্ছে কবীর কৃতির ফোন দেখছেন। আর এটা দেখেই তবে ঘনিষ্ঠতা নিয়ে দুইয়ে দুইয়ে চার মিলিয়েছেন।
তবে বর্তমানে তাদের সম্পর্ক নিয়ে চর্চা সবথেকে বেশি উসকে দিয়েছে অন্য একটি ছবি। যেখানে দেখা যায়, একটি পুলে তাদের জলকেলিতে মেতেছে। এই ছবির ক্যাপশনে লেখা হয়েছে, ‘দেখুন তো কারা?’
আর সেখানেই কবীর এবং কৃতিকে ট্যাগ করা হয়েছে। সে ছবির কমেন্ট বক্সে কেউ কেউ লিখেছেন ওরা নাকি একেবারে পারফেক্ট জুটি। তবে এই ছবিতে থাকা দুই ব্যক্তি যে কৃতি শ্যানন এবং কবীর বাহিয়াই সেটা নিশ্চিত করে বলা যাচ্ছে না, কারণ ছ’বির দুজন পিছন ফিরে দাঁড়িয়ে আছেন।
মন্তব্য / প্রেরক
ভারতে প্রতিবছরই সাধু-সন্ন্যাসীদের নিয়ে আয়োজন করা হয় বাৎসরিক সাংস্কৃতিক উৎসব মহাকুম্ভ। সেই আয়োজনে যোগ দেন একজন সন্ন্যাসী। তার একটি ভিডিও সাক্ষাৎকার নেওয়া হলে সেটি সামাজিক মাধ্যমে ঝড়ের বেগে ভাইরাল হয়ে যায়। কারণ, সেই সন্ন্যাসীর রূপ, চালচলনের মাঝে পাওয়া যায় আলাদা কিছু।
ভাইরাল সেই সাক্ষাৎকারে যেই সন্ন্যাসীর সাক্ষাৎকার নেওয়া হয়, তিনি ছিলেন একসময়কার মডেল ও অভিনেত্রী। এর পাশাপাশি উপস্থাপনাতেও সক্রিয় ছিলেন তিনি। অনেকের কাছে আবার সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েনসার হিসেবেও পরিচিত ছিলেন। সে কারণেই হয়তো অনেক নেটিজেন বিষয়টি নিয়ে চমকে যায়।
সেই সন্ন্যাসীর নাম হার্ষা রিচারিয়া। একটা সময় বেশ খোলামেলা পোশাকে মডেলিং করেছেন। তবে তেমন একটা পরিচিতি ছিল না তার।
সন্ন্যাসীদের সেই উৎসবে হার্ষার সৌন্দর্য দেখে এক ইউটিউবার তাকে প্রশ্ন করেন, আপনি এত সুন্দর, অথচ সন্ন্যাসী বনে গেছেন, কেন! জবাবে হার্ষা জানান, ক্যারিয়ারে সফল হলেও শান্তির অভাব ছিল তার জীবনে। আর তাই শান্তির খোঁজে আধ্যাত্মিকতার পথ বেছে নেন।
হার্ষা রিচারিয়ার বয়স এখন ৩০। তিনি যখন ২৮, অর্থাৎ ঠিক দুই বছর আগে তিনি এই জীবন বেছে নেন নিজের জন্য। এখন তাকে নিয়ে সামাজিক মাধ্যমে জল্পনার কোনো অন্ত নেই।
এই সন্ন্যাসীর ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অনেক ছবি রয়েছে। এতে স্পষ্ট যে তিনি এখন পবিত্র কোনো কাজে নিজেকে নিয়োজিত রাখেন। হামেশাই নিজের সন্ন্যাসী জীবনের সুন্দর মুহূর্তও শেয়ার করেন হার্ষা।
সেই ভিডিওটি ভাইরালের পর রাতারাতি হার্ষার ফলোয়ার্সের সংখ্যা বেড়ে যায়। নেটিজেনদের কাছে তিনি সবচেয়ে সুন্দরী সন্ন্যাসীর তকমাও পেয়েছেন।
মন্তব্য / প্রেরক
কাইফের হাতে প্রায় ২০ বার থাপ্পড় খেয়েছিলেন বলিউড ইন্ডাস্ট্রির সবচেয়ে বহুমুখী অভিনেতাদের একজন ইমরান খান।‘মেরে ব্রাদার কি দুলহান’ ছবিতে অভিনয়ের সময় একটি দৃশ্যের জন্য এমন কাণ্ড ঘটাতে হয়েছিল।
সম্প্রতি এক সাক্ষাত্কারে ক্যাটরিনা কাইফ স্মরণীয় সেই ঘটনার বিষয়টি জানিয়েছেন।খবর জিয়ো নিউজ উর্দূর।
ক্যাটরিনা বলেন, এই ছবির শুটিংয়ের সময় ইমরানকে একটি নির্দিষ্ট জায়গায় চড় মারতে হয়েছে। ওই দৃশ্যটি আমাকে হতাশ করেছিল। কারণ আমি যখন শট দিচ্ছিলাম তখন সেটি ফেক মনে হচ্ছিল। তাই এটিকে আরও বিশ্বাসযোগ্য করার জন্য ইমরান খানই তাকে সত্যিকারের জন্য চড় মারার পরামর্শ দিয়েছিলেন।
পরে ইমরান খানের পরামর্শ অনুযায়ী ক্যাটরিনা এগিয়ে যান। কিন্তু যেহেতু দৃশ্যটিতে একাধিক শট নেওয়ার প্রয়োজন ছিল তাই ইমরানকে প্রায় ১৫-১৬টি চড় মেরেছিলেন ক্যাটরিনা।
শুটিং শেষে ক্যাটরিনা বলেছিলেন, ইমরান তাকে অনুরোধ করেছিলেন, ‘আমি আর কোনো থাপ্পড় নিতে পারব না।’ তবে এতকিছুর পরও দৃশ্যটি অনেক ভালো হয়েছিল।
রোমান্টিক কমেডি ছবি ‘জানে তু ইয়া জানে না’ দিয়ে বলিউডে আত্মপ্রকাশ হয় ইমরান খানের। তার আরও একটি পরিচয় রয়েছে। ইমরান খান আসলে আমির খানের ভাগ্নে। তার আসল নাম ইমরান পাল।
'জানে তু ইয়া জানে না' ছবি দিয়ে বলিউডে নায়ক হিসেবে আত্মপ্রকাশ করলেও শিশুশিল্পী হিসেবে আগেই আত্মপ্রকাশ হয়েছিল ইমরান খানের। আমির খানের 'কেয়ামত সে কেয়ামত তাক' ছবিতে শিশুশিল্পী হিসেবে দেখা গিয়েছিল ইমরান খানকে। ছবিটি মুক্তি পেয়েছিল ১৯৮৮ সালে।
নায়ক হিসেবে আত্মপ্রকাশের পর ইমরান খান কিডন্যাপ, লাক, আই হেট লাভ স্টোরিজ, দিল্লি বেলি, মেরে ব্রাদার কি দুলহান, এক ম্যা অর এক তু, মাতরু কি বিজলি কা মান্ডোলা, ওয়ান্স আপন এ টাইম ইন মুম্বাই দোবারা!, গোরি তেরে পেয়ার মে, কাট্টি বাট্টিসহ বেশকিছু ছবিতে অভিনয় করেন।
মন্তব্য / প্রেরক
সাম্প্রতিক
জনপ্রিয় পোস্ট
আর্কাইভ
April 2025
2027
2026
2025
2024
2023
Jan
Feb
Mar
Apr
May
Jun
Jul
Aug
Sep
Oct
Nov
Dec
Sun
Mon
Tue
Wed
Thu
Fri
Sat
1
2
3
4
5
6
7
8
9
10
11
12
13
14
15
16
17
18
19
20
21
22
23
24
25
26
27
28
29
30